Connect with us
ক্রিকেট

২ দিন পেছাল বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

BCB election postponed by two days, schedule announced.
বিসিবি নির্বাচনে লড়বেন তামিম ও বুলবুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন পেছাচ্ছে ২ দিন। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবি নির্বাচন। তবে দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর নির্বাচনের দিনই পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবি নির্বাচন পরিচালনার জন্য চলতি মাসের শুরুতেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। আসন্ন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।



আজ আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় এবং বিসিবির ওয়েবসাইট থেকেও খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে।

পরদিন ২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। ২৪ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে। এরপর ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা, ৩০ সেপ্টেম্বর আপিল ও শুনানি হবে। ১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণণা শুরু হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট