
দারুণভাবে এশিয়া কাপের সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে টাইগাররা জয় তুলে নিয়েছে ৪ উইকেটের। আর এমন ম্যাচ শেষে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার কথা জানালেন জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান।
এদিন ওপেনিংয়ে তানজিদ তামিম কোনও রান করতে না পারলেও দলের হাল ধরেন সাইফ। খেলেন ৪৫ বলে ৬১ রানের ম্যাচসেরা ইনিংস। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফাইনাল খেলার স্বপ্ন অবশ্যই আমাদের সবার আছে। বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই। আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আমরা এখন পুরোপুরি সেই ম্যাচেই ফোকাস করছি।’
শ্রীলঙ্কাকে হারানোর পর পরবর্তী দুই ম্যাচে নিজেদের চাপ কিছুটা কমিয়ে রেখেছে বাংলাদেশ। ফাইনালের পথে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সাইফ বলেন, ‘অবশ্যই এখানে আসার আগে আমাদের সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। এই জয়ে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এখনও আমাদের দুটি ম্যাচ বাকি আছে। আমরা শুধু পরবর্তী ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি।’
আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানোর অভাব চোখে পড়েছিল। তবে আজ দলের নতুন কম্বিনেশনে সেটি পূরণ হয়েছে বলে মনে করেন সাইফ, ‘আমার মনে হয়, একজন ব্যাটারের পাশাপাশি পাঁচজন বোলার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়েও গভীরতা দরকার ছিল। এই দুটি কম্বিনেশনই দলের জন্য জরুরি ছিল এবং আমরা সেটাই খুঁজেছি। আজকে আমাদের দলের কম্বিনেশন খুবই ভালো ছিল।’
উল্লেখ্য, সুপার ফোরের পরবর্তী দুই ম্যাচে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এদিকে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে নিজেদের শেষ দুই ম্যাচে কিছুটা চাপে থাকবে শ্রীলঙ্কা। সুপার ফোরের বাকি দুই ম্যাচে অন্তত একটা জিততে পারলেও নেট রানরেটের হিসেব মিলিয়ে ফাইনালে ওঠার সুযোগ থাকবে লিটনদের সামনে।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস
