
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। এই রেকর্ড থেকে মাত্র ১৮ রান দূরে ছিল লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে সাকিবকে ছাড়িয়ে গেলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচে ২৩.১৯ গড়ে ২,৫৫১ রান করে বাংলাদেশে প্রথম স্থানে ছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ছাপিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল অধিনায়ক লিটন কুমার দাস। ১১৪ ম্যাচ খেলে ২৩.৮৯ গড়ে লিটনের রান এখন ২,২৫৬। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন সাকিব।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির মালিকও এখন লিটন। ১৫টি ফিফটি করে লিটন প্রথম স্থানে এবং ১৩ ফিফটি নিয়ে সাকিব দ্বিতীয় স্থানে আছেন। ছন্দে থাকা এই ব্যাটার ৭৮টি ছক্কা দিয়ে সবার শীর্ষে রয়েছেন। লিটনের পরে ৭৭টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে লিটন ১৬ বলে ২৩ রান করে সাকিবের রেকর্ড ভাঙেন।
এশিয়া কাপে ছন্দে থাকা লিটন হংকংয়ের বিপক্ষে ফিফটি করে শিরোপা মিশন শুরু করেন। প্রথম ম্যাচে ৩৯ বলে ৫৯ রান করেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ২৮ রান, আফগানিস্তানের বিপক্ষে ১৪ বলে ৯ রান এবং গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি
