Connect with us
ফুটবল

আবারও দেখা মিলল মেসির ম্যাজিক, প্লে-অফের দ্বারপ্রান্তে মায়ামি

Lionel Messi in Inter Miami
মায়ামিতে গোল উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলে আবারও দেখা মিলল মেসি ম্যাজিকের। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে পরাজিত করেছে তার দল ইন্টার মায়ামি। এদিন নিজের পায়ের দারুণ ঝলক দেখিয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

এই জয়ে এমএলএসের প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে নিয়েছে মায়ামি। কাগজে কলমে প্লে-অফে ওঠা এখন দলটির জন্য কেবল সময়ের ব্যাপার। এদিকে দুর্দান্ত জয়ের রাতে জোড়া গোলের পাশাপাশি এক গোলে সতীর্থকে সহায়তাও করেছেন এই আর্জেন্টাইন তারকা।

এদিন ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। খেলার ৩৫ মিনিটে মেসির পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন টাদেও আলেন্দে। তবে ৫২ মিনিটে ক্রিশ্চিয়ান বেন্টেকের গোলে সমতা ফেরায় ডিসি ইউনাইটেড। তবে এরপর যেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেই নিয়ে নেন লিওনেল মেসি।



ম্যাচের ৫৪ মিনিটে গোল পোস্টে বাধা না পেলে নিজের প্রথম গোল পেতে পারতেন মেসি। তবে এরপর ৬৬ মিনিটে জর্দি আলবার পাস বক্সের মধ্যে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। এতে দলকে মেসি এগিয়ে দেন ২-১ ব্যবধানে। এরপর ৭২ মিনিটে মায়ামি পেনাল্টি পেলে, সেটি মেসি নিজে না নিয়ে সুযোগ দেন তরুণ আর্জেন্টাইন সতীর্থ মাতেও সিলভেত্তিকে। তবে তার শট প্রতিহত হয় ক্রসবারে লেগে।

এরপর ম্যাচের ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি। এতে গোল ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে জেকব মারেল ডিসি ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন। শেষ পর্যন্ত ব্যবধান কমলেও মায়ামি জয় পায় ৩-২ গোলের। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ২২ ম্যাচে ২২ গোল করেছেন মেসি।

এই জয়ে ইন্টার মায়ামির প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত। আজকের অন্য ম্যাচের ফলাফল মিললেই প্লে-অফ নিশ্চিত হতে পারত মেসিদের। তবে সে জন্য মন্ট্রিয়েলের বিপক্ষে নিউ ইয়র্ক রেড বুলসকে জয়হীন থাকতে হতো। তবে দলটি ২-০ ব্যবধানে জিতে যাওয়ায় আপাতত অপেক্ষার প্রহর বেড়েছে মায়ামির। এছাড়া পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টানা দ্বিতীয়বারের মতো সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ থাকছে মায়ামির।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল