Connect with us
ক্রিকেট

সাইফ হলেন ম্যাচসেরা, হৃদয় জিতলেন গেমচেঞ্জার পুরস্কার

তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

ম্যাচ জয়ের ভিত গড়া সাইফ পেলেন ম্যাচসেরা পুরস্কার। বুদ্ধিমত্তা ও আগ্রাসী ব্যাটিংয়ের সম্মিলনে খেলেন ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস। মারার বল মেরে, দেখে খেলার বল দেখে খেলে দলের রানের সংখ্যা বাড়িয়েছেন এই ডানহাতি ওপেনার। এদিকে ৩৭ বলে ৫৮ রানের অগ্নিঝরা ইনিংস খেলে গেমচেঞ্জারের পুরস্কার জেতেন হৃদয়।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দুবাইয়ের মাঠে খেলতে নামে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নামে টাইগাররা। তবে তানজিদ হাসান দুই বলে শূন্য করে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে হাল ধরেন সাইফ। দেখে শুনে খেলতে থাকেন। খেলেন একটি গোছানো ইনিংস। ৩৬ বলে তুলে নেন ফিফটি।

লিটনকে নিয়ে করেন ৩৪ বলে ৫৯ রানের জুটি। লিটন ১৬ বলে ২৩ রান করে ফিরলে হৃদয়ের সঙ্গে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়েন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের গোছানো ইনিংস খেলেন সাইফ। সাইফ পেলেন ম্যাচসেরা পুরস্কার বাবদ পাচ হাজার ডলার।



এদিকে ম্যাচের চতুর্থ উইকেটে খেলতে নামেন তাওহীদ হৃদয়, ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। মাঠে নেমে সাইফের সঙ্গে দেখে শুনে খেলতে থাকেন হৃদয়ও। দুজনে গড়েন ৪৫ বলে ৫৪ রানের জুটি। তাওহীদ নিজেই ম্যাচটা শেষ করে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি। তাকে ফিরতে হয়েছে ৩৭ বলে ৫৪ রান করে। চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজিয়েছেন তার ইনিংস। তার এই ইনিংস ছিল ম্যাচের মোড় পরিবর্তনকারী। হৃদয় হয়েছেন গেমচেঞ্জার, জিতেছেন সাড়ে তিন হাজার ডলার।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট