
নানান যদি কিন্তু ও সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত চলতি এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। লঙ্কানদের দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট এক বল হাতে রেখেই টপকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আর এমন জয়ের পর প্রশংসায় ভাসছেন টাইগার ক্রিকেটাররা। কেননা কঠিন রান তারা করতে নেমে শুরু থেকেই জয়ের মানসিকতা প্রকাশ করেছেন তারা। দলের প্রয়োজনে দুর্দান্ত ফিফটি হাকিয়েছেন সাইফ হাসান (৪৫ বলে ৬১ রান) ও তাওহীদ হৃদয় (৩৭ বলে ৫৮ রান)। বল হাতে দারুন বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। মাত্র ২০ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
আর বাংলাদেশের এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও। নিজের প্রোফাইলে তাওহীদ হৃদয়ের ছবি পোস্ট করে তার ক্যাপশনে মুশফিকুর রহিম লিখেছেন, ‘চ্যাম্পিয়ন খেলোয়াররা কঠিন সময়ে তাদের আসল রূপ দেখায়, আর তুমি তেমনটাই করে দেখিয়েছো। মাশাআল্লাহ, হৃদয়ের কী অসাধারণ নক। স্যালুট আজকের রাতের জয়ের নায়ক সাইফ ও ফিজকেও।’
এদিকে সাবেক টাইগার পেসার রুবেল হোসেন তার সামাজিক মাধ্যম একাউন্টে সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন টিম বাংলাদেশকে। সাইফ-হৃদয় = ক্লাস + পাওয়ার + দায়িত্বশীল। মুস্তাফিজ তোকে নিয়ে কী বলবো, তুই টি-টোয়েন্টি ফরমেটের রাজা। ছোট ভাই মেহেদী গ্রেট বোলিং। কংগ্রাচুলেশন লিটন ফিল্ডিংয়ে তোর প্রত্যেকটা ডিসিশন ছিল চোখে লাগার মত।’
এছাড়া তামিম ইকবালও টাইগারদের জয়ের ফটোকার্ড শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন দলকে। বাংলাদেশের এমন জয়কে দুর্দান্ত দেশ-বিদেশের বর্তমান কিংবা সাবেক অসংখ্য ক্রিকেটাররা। যেখানে শ্রীলঙ্কার দেওয়া চ্যালেঞ্জিং টার্গেট অসাধারণ ভাবে পূরণ করে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। আর সুপার ফোরের শুরুতেই এমন জয়ে টুর্নামেন্টে ফাইনালের পথ কিছুটা সহজ করে রাখল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস
