
গতকাল ম্যাচের শুরু থেকে দারুন খেলেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই তারা তুলে নিয়েছে ৫৩ রান। এরপর মাঝের ওভার গুলোতে কিছুটা ধীর গতিতে রান তোলে লঙ্কানরা। তবে শেষ দিকে ঝড় তুলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় তারা। তবে স্লগ ওভারে মুস্তাফিজের কাটারে দিশেহারা লঙ্কানরা সুবিধা করতে পারেনি।
শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে ঝড়ো ফিফটি হাঁকানো দাসুন শানাকা বলছেন, অন্তত ১০-১৫ রান কম করতে পেরেছেন তারা। এখানে তারা যেভাবে এগিয়েছিলেন, সেখান থেকে ১৮০ রান পর্যন্ত করার লক্ষ্য ছিল তাদের। তবে শেষ দিকে মুস্তাফিজের স্পেলে রান তুলতে না পেরে এই টাইগার বোলারকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
প্রত্যাশার তুলনায় রান কিছুটা কম করতে পারার বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছিলাম, তবে একটু কম হয়ে গেছে রান।’
এদিন চার ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। আর এতেই শ্রীলঙ্কা কিছুটা কম রান করতে সক্ষম হয়। ফিজকে নিয়ে শানাকা বলেন, ‘মুস্তাফিজ ক্লাস বোলার। আইপিএল খেলে। দেশের হয়ে এতদিন ধরে খেলছে, প্রায় ১০ বছর হবে। এটা নিয়ে (ফিজের কাছে পরাস্ত) চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে কৃতিত্ব দিতেই হবে।’
এদিন উইকেট ভালো ছিল বলেও জানান শানাকা। উইকেটের দোহায় দিয়ে মুস্তাফিজের কৃতিত্ব কেড়ে নেননি তিনি, ‘হ্যাঁ, এখানে আমি অনেক ম্যাচ খেলেছি। উইকেট ভালোই ছিল। তেমন ভুল ছিল না আমাদের। ভালো ম্যাচ হয়েছে। যা বললাম, ১০-১৫ রান কম করতে পেরেছি।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে টপকে যায় বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে টাইগাররা তুলে নেয় ৪ উইকেটের দারুন জয়। যেখানে রান তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশ দলে দেখা যাচ্ছিল জয়ের মানসিকতা। এদিকে সুপার ফোরের পরবর্তী দুই আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস
