
ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। ক্যারিয়ারের শুরু থেকেই বারবার কাল হয়ে এসেছে ইনজুরি। নতুন করে পেশির ইনজুরিতে পরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলের সিরি-আ এর ২৩তম রাউন্ডে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি।
প্রাথমিক চিকিৎসা শেষে আবার মাঠে ফিরলেও ম্যাচ শেষে তার ক্লাব সান্তোস জানায়, নতুন করে পেশির ইনজুরিতে পড়েছেন নেইমার।
এবারের ইনজুরির ডান উরুর পেশিতে। ইনজুরি কাটিয়ে নেইমারকে মাঠে ফিরতে একমাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম।
ইতোমধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার এর চিকিৎসা শুরু হয়েছে। যদি তিনি এক মাসের জন্য মাঠের বাইরে থাকেন, তাহলে সান্তোসের হয়ে অন্তত পাঁচটি ম্যাচ মিস করবেন। এছাড়াও অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচও খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
অক্টোবরের ১০ তারিখে দক্ষিণ কোরিয়া এবং ১৪ তারিখে জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ধারণা করা হচ্ছে, ১৯ অক্টোবর ভিতরিয়া বা ২৬ অক্টোবর বোটাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এসএ
