Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল আফগানিস্তান

Afghanistan announces squad for the Bangladesh series.
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি- এসিবি

চলতি এশিয়া কাপ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষে অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শাহিদি। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন রশিদ খান।

এশিয়া কাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি দলে বেশকিছু পরিবর্তন এনেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন করিম জানাত, গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকী। এছাড়া এএম গজনফর মূল স্কোয়াডে জায়গা না পেলেও আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে৷ তাদের জায়গায় সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও মোহাম্মদ সালিম সাফি।



এদিকে টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও ওয়ানডে দলে আছেন এএম গজনফর। তবে মুজিব উর রহমান টি-টোয়েন্টি দলে থাকলেও, নেই ওয়ানডে দলে। এছাড়া বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাই দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন।

আগামী ২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ৩ ও ৫ অক্টোবর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

টি-টোয়েটি সিরিজ শেষে আবুধাবিতে পাড়িতে জমাবে দুই দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ৮ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে সিরিজের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান দলের ওয়ানডে স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গজনফর, সলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমদ।

রিজার্ভ খেলোয়াড়: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।

আফগানিস্তান দলের টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, ফারিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমদ।

রিজার্ভ খেলোয়াড়: রহমত শাহ, এএম গজনফর।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট