Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি যেভাবে ফাইনালে খেলার অনুপ্রেরণা

bangladesh vs sri lanka
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। একদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা, অন্যদিকে গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও জয়ের ধারা বজায় রাখতে চায় লঙ্কানরা।

গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা, তাই আজকের ম্যাচে এশিয়ার লায়নদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ টাইগারদের সামনে।

এছাড়া এ ম্যাচটি হতে পারে টাইগারদের জন্য অনুপ্রেরণার। এশিয়া কাপে এ পর্যন্ত তিনবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ- সেই তিনবারই এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ।



পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার রয়েছে ১৩ জয়। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা, এই তিনবারই ফাইনাল খেলে বাংলাদেশ।

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে ২০১২ সালে প্রথম জয় পায় টাইগাররা। সেবার ফাইনাল খেললেও শিরোপা জয় হয়নি। এরপর ২০১৬ সালে মাশরাফি বিন মোর্তজার দল লঙ্কানদের হারায় এবং সেবারও ফাইনাল খেলে। কিন্তু অধরা থেকে যায় শিরোপা জয়ের স্বপ্ন। সবশেষ ২০১৮ সালে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ, সেবার ফাইনাল খেললেও ভারতের বিপক্ষে হেরে ধুলিৎসা হয় ট্রফি জয়ের স্বপ্ন।

সুপার ফোরে এবারও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য হতে পারে অনুপ্রেরণার। অতীতের পরিসংখ্যান মতে আজকের ম্যাচ জিততে পারলে বাংলাদেশ খেলতেও পারে এবারের এশিয়া কাপের ফাইনালে।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট