
কোনো রকম অঘটন ছাড়াই শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপপর্ব। ডেথ গ্রুপ হিসেবে থাকা বি গ্রুপ থেকে আফগানিস্তান বিদায় নিলেও সেটাকে অঘটন বলা যাচ্ছে না। আট দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চারটি। আর বাকি রয়েছে ফাইনাল চার দল।
ওমান, হংকং, আরব আমিরাত, আফগানিস্তানের এশিয়া কাপের জার্নি শেষ হয়েছে গ্রুপপর্বেই। সুপার ফোরে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোরের লড়াই শুরু হচ্ছে।
হাড্ডাহাড্ডি এই লড়াই শুরুর আগে ফাইনাল ফোরের চার অধিনায়ককে নিয়ে একটি পোস্ট দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। যুদ্ধের সেনাপতির ভূমিকায় ছবি বানিয়ে সামনে ট্রফি রেখে পোস্ট করা ওই ক্যাপশনে এসিসি লিখেছে, four fearless leaders get ready to guide their sides to glory. অর্থাৎ ‘চার সাহসী অধিনায়ক দলকে গৌরবে পৌঁছাতে প্রস্তুত।’
পোস্টটিতে রয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, ভারতের সুর্যকুমার যাদব, পাকিস্তানের আগা সালমান এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। সুপার ফোরের পর্ব পেরিয়ে দুই দল খেলবে ফাইনালে।
‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।
সুপার ফোরের সূচি
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (দুবাই)
২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি
