
চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে সুপার ফোরে ওঠার সমীকরণ কঠিন করেছিল বাংলাদেশ। তবে আফগানদের হারিয়ে নানা যদি কিন্তুর পর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড উঠে এসেছে টাইগাররা। যেখানে প্রথম ম্যাচেই সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে লিটনরা। তবে চ্যালেঞ্জিং ম্যাচে এবার জয় তুলে নিয়ে ফাইনালে ওঠার পথ সহজ করেছে বাংলাদেশ।
গতকাল শনিবার রাতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের ১৬৯ রানের কঠিন টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মিলিয়ে রান তোলে সাইফ হাসান-তাওহীদ হৃদয়রা। শেষ পর্যন্ত এক বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
সুপার ফোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে ভারত এবং পাকিস্তান। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। যেখানে এগিয়ে থাকা শীর্ষ দুই দল জায়গা করে নেবে টুর্নামেন্টের ফাইনালে। শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে ২ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ। এখনও তাদের সামনে বাকি দুই ম্যাচ। যেখানে তারা খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
এদিকে আজ রাতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তাদের মধ্যে যে দল জিতবে, তারাও এগিয়ে থাকবে বাংলাদেশের মতো। আর পরাজিত দল কিছুটা পিছিয়ে পড়বে লঙ্কানদের সাথে। তবে প্রথম ম্যাচ জিতলেও পরবর্তী দুই ম্যাচে অন্তত একটা জিততেই হবে টাইগারদের। তবেই নেট রানরেটের হিসেব এলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের।
এদিকে শ্রীলঙ্কা এক ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে। তাদের পরবর্তী ম্যাচে রয়েছে আরও কঠিন দুই প্রতিপক্ষ—ভারত ও পাকিস্তান। যেই দুই ম্যাচেই জিততে হবে তাদের। তাই লঙ্কানদের জন্য ফাইনালে ওঠার পথ কিছুটা কঠিনই হয়ে পড়েছে। আর সেই শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস
