Connect with us
ক্রিকেট

বাবার মতো ভেল্লালাগের পাশে থাকার আশ্বাস দিলেন জয়সুরিয়া

Dunith wellalage after hearing his dad news
ভেল্লালাগেকে সান্তনা দিচ্ছেন দলের সদস্যরা। ছবি- সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচ শেষে দলের আনন্দে সামিল হতে পারেননি লঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। কেননা ম্যাচ শেষ হতেই তিনি জানতে পারেন তার বাবার মৃত্যসংবাদ। এবার বাবার মতোই ভেল্লালাগের পাশে থাকার আশ্বাস দিলেন জাতীয় দলের কোচ সনাথ জয়সুরিয়া।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে প্রথম তিন ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন ভেল্লালাগে। তবে শেষ ওভারেই ৫ ছক্কা হজম করে ৩২ রান দিয়েছেন তিনি। তাতেই বড় সংগ্রহ পায় আফগানরা। অবশ্য শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে শ্রীলঙ্কা। আজ বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে তারা।

ভেল্লালাগেকে উদ্দেশ্য করে কোচ জয়সুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দুনিথ, তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন, তিনি সত্যিই এমন একজন পুত্রকে গড়ে তুলেছেন, যার জন্য তিনি গর্বিত হতে পারেন। তার আদর্শ, খেলার প্রতি তার ভালোবাসা এবং তার উদ্দীপনা তোমার মাধ্যমেই বেঁচে থাকবে। আমি জানি তুমি কতটা শক্তিশালী এবং আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে তুমি শ্রীলঙ্কার জন্য অনেক ম্যাচ জিতে তাকে গর্বিত করা অব্যাহত রাখবে।’



বাবার মতো ভেল্লালাগের পাশে থাকার আশ্বাস দিয়ে জয়সুরিয়া বলেছেন, ‘এই কঠিন মুহূর্তে, অনুগ্রহ করে মনে রেখো যে তুমি একা নও। একজন বাবার মতো আমিও তোমার পাশে থাকব—তোমাকে পথ দেখাব, তোমার সঙ্গে থাকব এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করব। সমগ্র দল, জাতি এবং যারা এই খেলাকে ভালোবাসেন তারা সবাই তোমার পাশে আছেন।’

তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে শ্রীলঙ্কানদের ক্রিকেটের প্রতি কতটা আবেগ—এটি কেবল একটি খেলা নয়, বরং একটি পরিবার যা আনন্দ এবং দুঃখ উভয় সময়েই একসঙ্গে থাকে। তোমার বাবার আত্মা চিরশান্তি লাভ করুক এবং তোমার চারপাশে থাকা ভালোবাসায় তুমি শক্তি খুঁজে পাও।’

উল্লেখ্য, আফগানিস্তানের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভেল্লালাগের বাবা। যিঁনি নিজেও ছিলেন একজন ক্রিকেটার। সেই ম্যাচ শেষে টিম ম্যানেজার ডেল্লালাগেকে জানান তার বাবার মৃত্যুর খবর। তখন মাঠেই তাকে সান্তনা দিতে দেখা যায় কোচিং স্টাফ ও সতীর্থদের। একদিন পরেই নিজেকে মানসিক ভাবে শক্ত করে ফের দলের সঙ্গে যোগ দেন এই লঙ্কান।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট