Connect with us
ক্রিকেট

দুবাইয়ের স্লো পিচে মুস্তাফিজের ওপর ভরসা রাখছেন কোচ

শন টেইট ও মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

মুস্তাফিজুর রহমান— দশ বছরের ক্যারিয়ারের শুরুতে তার অফ কাটার বোলিংয়ে কাবু করেছেন বিশ্বে বাঘা বাঘা ক্রিকেটারদের। সঙ্গে স্লোয়ার ও ইয়র্কারে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ। এরপর আধুনিক ক্রিকেটে যা হওয়ার তাই হয়েছে; তার বোলিং নিয়ে বেশ বিশ্লেষণ হয়েছে, পড়াশোনাও করেছে প্রতিপক্ষ। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুরের ধার কমেছে। তবে কখনোই নিজেকে হারিয়ে ফেলেননি। যে কারণে এই কাটার মাস্টার সবসময়ই ছিলেন দলের অটো চয়েজ।

এবার চলমান এশিয়া কাপে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পর্বে পা দিয়েছে টিম বাংলাদেশ। আমিরাতের মাটিতে সুপার ফোরে তিনটি ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে দুবাইয়ের মাঠে।
প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এই তিন দলের বিপক্ষে ম্যাচে ভালো ফল বের করতে ভিন্ন কিছু করে দেখাতে হবে টাইগার ক্রিকেটারদের। এছাড়া দুবাইয়ের স্লো পিচও নতুন চিন্তার কারণ। তবে এই চিন্তা থেকে মুস্তাফিজে মুক্তি খুঁজে পেয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। তা চোখে মুস্তাফিজ আস্থার প্রতীক।

শুধু তাই নয়, দুবাইয়ের স্লো পিচে বাঁহাতি পেসার মুস্তাফিজের ওপর ভরসা রাখছেন টেইট। শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে টাইগারদের এই বোলিং মাস্টার সাংবাদিকদের বলেন, সে (মুস্তাফিজ) এখানে আগেও খেলেছে, অভিজ্ঞতাও আছে। তার বোলিং নিয়ে আমাকে বেশি কিছু বলতে হয় না।



মুস্তাফিজের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এই কোচ বলেন, আমি মনে করি, যদি সে এমন পরিবেশে থাকে যেখানে খুশি থাকতে পারে, তাহলে পারফরম্যান্সও ভালো হয়। আমার কাজ হলো নিশ্চিত করা যে সে খুশি ও আত্মবিশ্বাসী আছে। বাকিটা সে নিজেই সামলায়। তাকে শেখানোর মতো তেমন কিছু নেই, তবে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার পারফরম্যান্সে সন্তুষ্ট টেইট বলেন, সে আমাদের দলের বড় সম্পদ এবং অভিজ্ঞ পারফর্মার। দীর্ঘদিন ধরে খেলছে। আমি নিশ্চিত, সামনে আরও ভালো বোলিং করবে।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট