Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে শিষ্যদের আত্মবিশ্বাসী থাকতে বললেন শন টেইট

"One voice, Bangladesh"—Mushfiq wishes Liton and the team good luck.
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কার কাছেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। আর এতে সুপার ফোরে উঠতে নানা সমীকরণ চলে আসে টাইগারদের সামনে। তবে শেষ পর্যন্ত আফগানদের হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিটন দাসের দল। যেখানে সুপার ফোরের প্রথম দিনেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হবে টাইগারদের সুপার ফোরের মিশন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কী ভাবছে লাল-সবুজের প্রতিনিধিরা, তা নিয়েই গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির পেস বোলিং কোচ শন টেইট। শ্রীলঙ্কা ম্যাচের আগে টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাসী থাকতে বললেন তিনি।

টেইট বলেছেন, ‘শ্রীলঙ্কার সাথে সম্প্রতি খেলা হয়েছে আমাদের। ফলে দুই দলই দুই দলকে ভালোভাবে চেনে। দারুণ ক্ল্যাশ। তারা আগের ম্যাচে আমাদের চেয়ে ভালো করেছে। আমরা নিজেরা কী করতে পারি সেখানেই ফোকাস করছি। মনে হচ্ছে ভালোই লড়াই হবে। সুপার ফোরে আসা অনেক বড় এফোর্ট। এবার সামনে তাকিয়ে আছি আমরা। সামনে বিগ ক্ল্যাশ।’  



গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিষ্যদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন এই পেস বোলিং কোচ, ‘আমি বলেছিলাম আত্মবিশ্বাসী হতে। কিছু বাংলাদেশি বোলার নিজে থেকেই আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হতে হবে। বিশেষ করে ভালো দলের বিপক্ষে খেলতে গেলে আপনাকে আত্মবিশ্বাসী হয়ে প্রস্তুত থাকতে হবে।’

Bangladesh pace bowling coach Shan Tait

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট।

 শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে জড়িয়ে ছিল বাংলাদেশের সুপার ফোরে ওঠার ভাগ্য। সেই ম্যাচের বিষয়ে টেইট জানান, ‘হোটেলে ম্যাচ দেখছিলাম আমরা। প্লেয়াররা খেলা দেখছিল। আমি ডিনারের আগে স্কোর চেক করেছিলাম। কিছুটা নার্ভাস ছিলাম। তবে ব্যাপারটা আমাদের পক্ষে এসেছে। ফলে এটা ভালো ব্যাপার।’  

এদিকে আগের ম্যাচে বাংলাদেশের পার্ট টাইম বোলাররা অতিরিক্ত রান দিয়ে দিয়েছিল। তাই লঙ্কা ম্যাচে কি একজন অতিরিক্ত জেনুইন বোলার নিয়ে মাঠে নামবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে শন টেইট বলেন, ‘আমি জানি না আসলে। আমি এই সিদ্ধান্ত নেই না। আমার মনে হয় সুযোগ আছে। তবে আমি নিশ্চিত নই। কী নির্বাচন হচ্ছে একাদশে, তা আসলে আমার জানা নেই।’

উল্লেখ্য, আজ রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচের পর বিশ্রামের তেমন একটা সুযোগ পাবে না লাল-সবুজের প্রতিনিধিরা। পরের দিনই সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হবে লিটন-তামিমরা।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট