Connect with us
ক্রিকেট

ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Pakistan Cricket Team
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসতে যাচ্ছে পাকিস্তান। এর আগে সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল তারা। আবারো টাইগারদের ঘরে মাঠে আতিথ্য নিতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উভয় দল।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যা শেষ হতেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বাদ পড়েছে এই সফর থেকে।

জানা গেছে, পরবর্তী কোন সফরে খেলা হবে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজ। এদিকে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী বছরের মার্চের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। অবশ্য এখন পর্যন্ত ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ নিজেদের পরিকল্পিত প্রস্তাবনা পাঠিয়েছে, যা পর্যালোচনা করে দেখছে পিসিবি।



২৬ মার্চ শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং আরেকটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ওয়ানডে সিরিজের সবগুলোই হওয়ার কথা রয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে পাকিস্তান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলার কথা রয়েছে বাংলাদেশের। অবশ্য সেই সিরিজের সূচিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এদিকে চলতি বছর নভেম্বরের তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে হোম সিরিজ খেলবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট