
চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে পরাজিত হয়ে নিজেদের সুপার ফোরে ওঠার আশা অনেকটাই ফিকে করে দিয়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে হারানোর পর নানান সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে টাইগাররা। যেখানে সুপার ফোরের প্রথম দিনেই আজ সেই লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আজ লিটনদের সামনে সুযোগ থাকছে গ্রুপ পর্বে পরাজয়ের প্রতিশোধ নেয়ার। আর এশিয়া কাপের মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কার সমান জয় পাওয়ার।
কেননা এখন পর্যন্ত এশিয়া কাপের ইতিহাসে তিন টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে জয়ের পাল্লা হেলে আছে লঙ্কান লায়নসদের দিকেই। তিন ম্যাচের দুটিতে জয় নিজেদের করে নিয়েছে তারা। আর এক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
এর আগে ২০২২ এশিয়া কাপের ম্যাচে দুই দলের মাঝে দেখা গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশ আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করলেও সেই ম্যাচে তাদের পরাজিত হতে হয় ২ উইকেটে। তার আগে ২০১৬ এশিয়া কাপে ২৩ রানের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আর সবশেষ চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
এছাড়া সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরমেটের ২২ ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে উভয় দল। যেখানে ৯ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর বাকি ১৩ ম্যাচে ফলাফল নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
তাই টাইগারদের সামনে সুযোগ রয়েছে লঙ্কারদের বিপক্ষে মুখোমুখি এই পরিসংখ্যানে জয়ের ব্যবধান কমিয়ে নিয়ে আনার; এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সমান দুই জয় তুলে নেয়ার। আজ লিটনরা জয় তুলে নিতে পারলে এশিয়া কাপের পরিসংখ্যানে উভয় দলের মুখোমুখি জয়ের সংখ্যার সমান হবে। আর জিততে না পারলে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যাবে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, আজ রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচের পর বিশ্রামের তেমন একটা সুযোগ পাবে না লাল-সবুজের প্রতিনিধিরা। পরের দিনই সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস
