Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি এড়াতে চায় বাংলাদেশ

Bangladesh wants to avoid a repeat of the first match against Sri Lanka.
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পর ১৩৯ রান তুলতে সক্ষম হয়েছিল টাইগাররা। স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে বোলাররাও তেমন সুবিধা করতে পারেনি। যার ফলে সহজেই ম্যাচটি জিতে নেয় লঙ্কানরা। 

সাম্প্রতিককালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর। যা অনেকে দিয়েছেন ‘নাগিন ডার্বি’ হিসেবে। তবে প্রথম ম্যাচে উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না। ম্যাচটি ছিল অনেকটাই একপেশে। এবার সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে আগের ঘটনার পুনরাবৃত্তি হারাতে চায় টাইগাররা।

ম্যাচের আগের দিন আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। তিনি আশা করছেন, অতীত ভুলে নতুন একটি ম্যাচে নতুনভাবে শুরু করবে বাংলাদেশ।



টেইট বলেন, ‘এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেয়ার সুযোগ থাকে।’

সুপার ফোরে কিছুটা ব্যস্ত সূচি পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলার পর তিনদিনের বিরতি পেলেও, শেষ ম্যাচের আগে একদিনও বিরতি পাবে না টাইগাররা। যা দলের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এ নিয়ে কোন অভিযোগ নেই টেইটের। টুর্নামেন্টের সূচি যেহেতু আগে থেকেই এভাবে ছিল, তাই সেটাই মেনে নিচ্ছেন এই কোচ।

টেইট বলেন, ‘যেটা আছে আমাদের সেটাই মানতে হবে। যেহেতু সূচিটাই এমন। ম্যাচের আগের দিনও আমরা অনুশীলন করব এবং পরের দিন খেলব। আধুনিক ক্রিকেটে এগুলো কঠিন বিষয় নয়। আমাদের কাছে রিকোভারি, ডাটা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচও আছে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার।’

‘এসব বিষয়ে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। সূচিও এমনই হয় এখানে। আমরা নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করব এবং আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব।’

আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট