Connect with us
অন্যান্য

পিছিয়ে পড়েও বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ

BD beach handball
২-১ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

জয় দিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। শুরু করেছিল বাংলাদেশ। মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অথচ খেলায় বাংলাদেশ শুরুর দিকে ১-০ গোলে পিছিয়ে ছিল। তবে হাল ছাড়েননি খোকন মোল্লারা। প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নেয়।

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।



প্রথম সেটে ভারতের কাছে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জিতে ১-১ সমতা আনে। এরপর টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়।

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ও বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য