
আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার জয় নিশ্চিত হওয়ার মাধ্যমে নির্ধারিত হয়েছে ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের চার দল। গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে এ পর্বে।
বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় পায়। ফলে আফগানিস্তানের স্বপ্ন ভেঙে যায়, আর সুপার ফোরে খেলার টিকিট কেটে নেয় টাইগাররা।
সুপার ফোর নিশ্চিত হওয়ার পর আনন্দ প্রকাশ করতে দেরি করেননি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি ও বার্তা পোস্ট করে তিনি লিখেন— “খেলা হবে! যেতে হবে বহুদূর…”
এর পাশাপাশি ফটো কার্ডে যুক্ত করেন লেখা— “Bangladesh make it to Super Four qualified” ।
এশিয়া কাপে বাংলাদেশের এই অগ্রযাত্রা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন নজর থাকবে সুপার ফোরে টাইগারদের পারফরম্যান্সের দিকে।
সুপার ফোরে প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সে অনুযায়ী বাংলাদেশও পাবে তিনটি ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের সুপার ফোর অভিযান। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিটি ম্যাচ দুবাইয়ের আবুধাবির মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় রাত সাড়ে ৮টায়।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
