
ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবারের এশিয়া কাপের সুপার ফোরের চারটি দল। তবে বাকি আছে গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ। ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় নিশ্চিত হওয়ার মাধ্যমে চূড়ান্ত হয় ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের চার দলের নাম। গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘বি’ থেকে তিন ম্যাচের তিনটিই জিতে গ্রুপ সেরা হিসেবে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ থেকেই সুপার ফোরে যাওয়া আরেকটি দল হলো বাংলাদেশ।
বাংলাদেশের সুপার ফোরে যাওয়া নির্ভর করছিল শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় পাওয়ায় সুপার ফোরের স্বপ্ন ভেঙে যায় আফগানদের। এর ফলে বাংলাদেশ জায়গা করে নেয় সুপার ফোরে। তা না হলে সমীকরণের জটিলতায় এবারের এশিয়া কাপ থেকে ছিটকে পড়তে হতো লাল-সবুজের দলকে।
চূড়ান্ত হয়েছে কোন চার দল থাকছে সুপার ফোরে, চূড়ান্ত হয়েছে ম্যাচের সময়সূচিও। শুধু বাকি রয়েছে গ্রুপ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি। আজ শুক্রবার ভারতের বিপক্ষে ওমানের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব।
সুপার ফোরে প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সে অনুযায়ী বাংলাদেশও পাবে তিনটি ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের সুপার ফোর অভিযান। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিটি ম্যাচ দুবাইয়ের আবুধাবির মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশের ম্যাচ কবে
দল | তারিখ | সময় | ভেন্যু |
বাংলাদেশ-শ্রীলঙ্কা | ২০ সেপ্টেম্বর | রাত সাড়ে ৮টা | দুবাইয়ের আবুধাবি |
বাংলাদেশ-ভারত | ২৪ সেপ্টেম্বর | রাত সাড়ে ৮টা | দুবাইয়ের আবুধাবি |
বাংলাদেশ-পাকিস্তান | ২৫ সেপ্টেম্বর | রাত সাড়ে ৮টা | দুবাইয়ের আবুধাবি |
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
