Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণ

If Sri Lanka lose, Bangladesh’s equation for reaching the Super Four.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ভাগ্য জড়ানো ম্যাচ শ্রীলঙ্কা টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল। লঙ্কানদের সামনে সুযোগ ছিল আফগানদের একশো রানের মধ্যেই আটকে দেওয়ার। তবে শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ইনিংসে ১৬৯ রানের বড় পুঁজি পেয়েছে আফগানরা। 

আফগানদের চ্যালেঞ্জিং পুঁজিতে বেড়েছে বাংলাদেশের দুশ্চিন্তা। কেননা শ্রীলঙ্কা জয় পেলেই নেট রানরেটের কোনো ঝামেলা ছাড়াই সুপার ফোরে উঠে যাবে টাইগাররা। তাই বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল শ্রীলঙ্কার জয়ে। তবে চ্যালেঞ্জিং পুঁজি টপকানো মোটেও সহজ হবে না লঙ্কানদের জন্য।

তাই এখন প্রশ্ন উঠেছে, যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ কি? শ্রীলঙ্কা হেরে গেলে ১০০ রান বা তার আগেই অলআউট হতে হবে। তবেই নেট রানরেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ৷ অর্থাৎ শ্রীলঙ্কাকে ৬৯ বা তার বেশি রানের ব্যবধানে হারতে হবে।



তবে লঙ্কানরা যদি ৬৮ বা তার কম রানের ব্যবধানে হেরে যায়, তাহলে নেট রানরেটে এগিয়ে থেকে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরে উঠবে আসালাঙ্কারা। তাতে বাদ পড়বে বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১২.১ ওভারে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারায় আফগানিস্তান। তবে শেষের প্রায় ৮ ওভারে ৯০ রান যোগ করেছে তারা। বিশেষ করে শেষ ২ ওভারে ৪৯ রান যোগ করেছে দলটি। এর পেছনে বড় কৃতিত্ব ছিল মোহাম্মদ নবির। শেষ ওভারে ৩১ রান সহ ২২ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ৩টি চার ও ৬টি ছক্কার মার ছিল।

এছড়া রশিদ খান ২৩ বলে ২৪, ইব্রাহিম জাদরান ২৭ বলে ২৪, সেদিকুল্লাহ অটল ১৪ বলে ১৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৮ বলে ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট নেন নুয়াশ থুশারা। এছাড়া একটি করে উইকেট নেন শানাকা, চামিরা ও ভেল্লালাগে।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট