
নেপালকে রীতিমতো বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুরুতেই নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের যুব প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে এদিন গোল করেছেন সাব্বির, অপু, আরিফ ও মানিক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছিল বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে এদিন প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল প্রতিপক্ষের জালে জড়ায় বাংলাদেশ।
এদিন ম্যাচের ৩০তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় গোলাম রাব্বানীর ছোটনের দল। কর্নার থেকে পাওয়া বল রিফলেক্ট হয়ে বক্সের মধ্যে পেয়ে যান সাব্বির। নিখুঁত ফিনিশিংয়ে সেখান থেকে বল জড়ান জালে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ব্যবধান বাড়ান অপু।এরপর পরই দূর পাল্লার শটে গোল করেন মোহাম্মদ আরিফ। আর কফিনে শেষ পেরেক ঠুকেন মানিক।
এবারের সাফে বাংলাদেশের গ্রুপে নেপাল ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা। এর আগে লঙ্কানদের ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছিল নেপাল। তবে দ্বিতীয় ম্যাচে এসেই বাংলাদেশের সঙ্গে বড় ধাক্কা খেলো দলটি। আর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস
