Connect with us
ফুটবল

আরও একটি রেকর্ড গড়লেন মোহাম্মদ সালাহ

Mohamed Salah
মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। নিজে গোল করছেন, পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের যাত্রা শুরু করে লিভারপুল। ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড করে বসেন মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ।

অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ৭৪তম ম্যাচে খেলতে নামেন সালাহ। এর মাধ্যমে তিনি লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলা ৭৩ ম্যাচের রেকর্ড ভেঙে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হন।

আতলেতিকোর বিপক্ষে খেলতে নেমে গত রাতে আরও একটি রেকর্ড করেন সালাহ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল ও অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। পরবর্তীতে রবার্টসন সেটা গোলে পরিণত করেন। এর ২ মিনিট পর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন সালাহ। সালাহর এই নতুন রেকর্ডের কথা জানা গেছে ‘অপ্টা জো’র অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে।



চ্যাম্পিয়নস লিগে অলরেডদের হয়ে সর্বোচ্চ ৮০ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জেমি ক্যারাঘারের। ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত অলরেডদের জার্সিতে এই রেকর্ড গড়েন ক্যারাঘার। এদিকে, অলরেডদের সাথে সালাহর চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। এবারের চ্যাম্পিয়নস লিগেই ক্যারাঘারের রেকর্ড ভেঙে অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মিশরীয় ফুটবলের রাজার।

সালাহর রেকর্ডময় রাতে আতলেতিকোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। আতলেতিকোর হয়ে ২ গোলই করেছেন মার্কোস লরিয়েন্তে। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ যখন ২-২ সমতায় ছিল তখন পার্থক্য গড়ে দেন ভার্জিল ভ্যান ডাইক। অতিরিক্ত সময়ে গোল করে লিভারপুলকে জয় এনে দেন এই ডিফেন্ডার।

একই রাতে ইংলিশ তারকা হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন কোল পালমার। হ্যারি কেইনের জোড়া গোল ও চেলসি ডিফেন্ডার ট্রেভো চ্যালোবার আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে জয় পায় বায়ার্ন।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল