Connect with us
ফুটবল

নেইমারকে নিয়ে বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল, মনে করেন রোনালদো

Neymar becomes father for the fourth time
ব্রাজিলে নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

প্রায় দীর্ঘ দুই বছর যাবত ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। ধারাবাহিক ইনজুরি জর্জরিত এই ফুটবলার বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন ২০২৬ বিশ্বকাপের পূর্বে জাতীয় দলে ফেরার জন্য। সেই নেইমারকে নিয়েই বিশ্ব মঞ্চে ভালো কিছু করবে ব্রাজিল এমনটাই বিশ্বাস করেন দলটির সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো।

ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এবারই সবথেকে বাজে ফলাফল করেছে সেলেসাওরা। লাতিন আমেরিকা থেকে যেখানে ৬ দল সুযোগ পেয়েছে বিশ্বকাপে খেলার, সেখানে ব্রাজিল ছিল পঞ্চম অবস্থানে। তবে বিশ্বকাপের আসরে ভালো কিছু করবে দলটি, বিশ্বাস করেন এই সাবেক ফুটবলার।

রোনালদো বলেন, ‘যে খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়েই ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারে। বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে নেইমার এবং আমি বিশ্বাস করি, সেটা সে হবে। সবাই শতভাগ ফিট নেইমারকে চায়। আনচেলত্তি নিজেও এটা চায়। তাঁর (নেইমারের) মধ্যে বিশ্বকাপে খেলার এবং ব্রাজিলকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা দেখছি আমি।’



আল-হিলাল কতৃপক্ষ নেইমারের চোট নিয়ে সন্তুষ্ট না থাকায় তিনি ফিরে আসেন পুরনো শৈশবের ক্লাব সান্তোস এফসিতে। সেখানে নিজের ফিরে আসার ঝলক দেখালেও পূর্ণ ফিট না হওয়ায় সব সময় ক্লাবের চাহিদা পূরণ পারছেন না তিনি। আর তাতেই প্রত্যাশা পুরো না হওয়ায় সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে নেইমারকে।

তবে এই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে সমালোচনা ন্যায্য নয় বলে মনে করেন রোনালদো, ‘আশা করি, সে এখন শতভাগ ফিট। সে গুরুতর একটি চোট থেকে সেরে উঠেছে এবং সে যেসবের মধ্য দিয়ে যাচ্ছে, তা খুব স্বাভাবিক… তাকে নিয়ে সমালোচনা অতিরঞ্জিত, তবে তার ওপর প্রত্যাশ্যা সবসময়ই অনেক আর সে কারণেই সমালোচনা হয়। তবে নেইমার জানে যে, বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে তার কী করতে হবে।’

এদিকে সম্প্রতি ব্রাজিল দল খুব একটা ভালো ছন্দে না থাকার খেসারত দিয়েছে সদ্য হালনাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিংয়ে। যেখানে দেখা যায় একধাপ বিছিয়ে তালিকার ৬ নম্বরে নেমে এসেছে দলটি। মূলত সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার সঙ্গে পরাজয়ের মাশুল গুনতে হয়েছে তাদের।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল