Connect with us
ফুটবল

রোনালদোহীন ম্যাচে আল-নাসরের বড় জয়

Al nassor
আল-নাসর। ছবি- সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে রাতে সৌদি আরবের জায়ান্ট আল-নাসরের মুখোমুখি হয়েছিল তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। ম্যাচে এফসি ইস্তিকললকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আল-নাসর। আল আউয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের গোল রোনালদোর অনুপস্থিতির অভাব বুঝতে দেয়নি।

গোলের জন্য আল-নাসর সমর্থকদের বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে আব্দুর রহমান গারিবের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র তিন মিনিট পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরোর গোলে ৩-০ তে এগিয়ে যায় আল-নাসর। এরপর ৮৯ মিনিটে কিংসলে কোম্যানের দুর্দান্ত শটে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। যোগ করা সময়ে সাদিও মানের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আল-নাসর।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, রোনালদো স্টেডিয়ামে উপস্থিত থাকলেও মাঠে নামেননি। তিনি জিমে হালকা ট্রেনিং, রিকভারি সেশন এবং ম্যাসাজে সময় কাটিয়েছেন। রোনালদোর অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন সতীর্থরা এবং তারা তা দারুণভাবে কাজে লাগিয়েছেন।



ম্যাচ শেষে আল-নাসরের কোচ জর্জ জেসুস বলেন, এটা শুধু ৫-০ গোলের ব্যবধানে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, বরং মৌসুমে ছয়জনের বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্য বিশেষ কিছু। এই টুর্নামেন্ট থেকে আমরা বিকল্প সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।

রোনালদোর মাঠে ফেরার জন্য সমর্থকদের বেশি অপেক্ষা করতে হবে না। আগামী শনিবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে ফেরার কথা রয়েছে তার। ঘরোয়া লিগের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আল-নাসর, এবার তাদের লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রাখা।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল