
এশিয়া কাপের সুপার ফোরে যাবে তো বাংলাদেশ? এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হওয়া আফগানিস্তান-শ্রীলঙ্কার ফলাফল পর্যন্ত। এই ম্যাচের রেজাল্টে ঝুলছে বাংলাদেশের ভাগ্য। তাই পুরো বাংলাদেশ যেন আজ হয়ে উঠেছে লঙ্কার সমর্থক। যদিও এশিয়ার ক্রিকেটে ভারত-পাকিস্তানের পর নতুন দ্বৈরথ শুরু হয়েছে লঙ্কা-বাংলার। তাই হঠাৎ এই সমর্থন দেখে অবাক লঙ্কান বোর্ডও।
বাংলাদেশের সুপার ফোরে ওঠার ক্ষেত্রে সবচেয়ে সহজ সমীকরণ শ্রীলঙ্কার জয়। আর তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়ে গেছেন শ্রীলঙ্কার ফ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের অনেকেই প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছেন। এমনকি বড় একটি অংশ সরব হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজেও।
এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের সব ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি জয়ও তুলে নিয়েছে। কিন্তু চূড়ান্ত খবরের জন্য টাইগারদের চোখ এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। সামাজিক মাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই নিয়মিত ঘটনা। যেখানে এই যুদ্ধের নাম হয়েছে নাগিন ডার্বি। সেখানে শত্রুর প্রতি যেন এক সমর্থন চলছে আজ।
আজ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে শেষ কিছু পোস্টের প্রায় সবগুলোতেই বাংলাদেশি ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। এমনকি সেটা এতটাই যে একটি পোস্টের কমেন্টের স্ক্রিনশট নিজেদের স্টোরিতে দিয়েছে তারা। যেখানে কমেন্ট করা সকলেই বাংলাদেশি। সবার মন্তব্য শ্রীলঙ্কাকে শুভ কামনা জানানো।
গ্রুপপর্বে দুটি ম্যাচে দুটি জয় নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। তিন ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪। আজ শ্রীলঙ্কা জিতলেই লিটনদের সুপার ফোর নিশ্চিত। তবে লঙ্কানরা হারলে নেট রান রেটের হিসাব আসবে। আর সেটাই টাইগারদের চিন্তার কারণ।
বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই। শ্রীলঙ্কার নেট রাটরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।
আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন শেষ হয়ে যাবে। যে কারণে আজ শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে নিশ্চিতভাবেই হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে বাংলাদেশ। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে। এক্ষেত্রে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এজে
