Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন তানজিদ ও জাকের

তানজিদ হাসান ও জাকের আলির। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ভালো করার ফলস্বরূপ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান। উন্নতি হয়েছে জাকের আলিরও।

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি তানজিদের। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। তবে আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে খেলেছেন ৩১ বলে ৫২ রানের অগ্নিঝরা ইনিংস, যা প্রভাব ফেলেছে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে। চার ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৩৫তম স্থানে।

ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং যথারীতি গতকাল বুধবার প্রকাশ করেছে আইসিসি। সেখানে ব্যাটিংয়ে অগ্রগতি হয়েছে তানজিদ হাসান তামিম ও জাকের আলির। বোলিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান সাকিব।



এবারের এশিয়া কাপে জাকের তিন ম্যাচে করেছেন শূন্য, ৪২ ও ১২ রান। তবে একবারও আউট হননি। এতে তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৫৭তম।

বোলিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা একমাত্র বাংলাদেশি তানজিদ হাসান সাকিব। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে তিন উইকেট নেওয়া এই ডানহাতি পেসার পাঁচ ধাপ এগিয়ে এখন ৪২তম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ আছেন ৩৯ নম্বরে। প্রথম ৫০ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি অলরাউন্ডার তিনিই।

অন্যদিকে কোনো পরিবর্তন হয়নি তাওহীদ হৃদয়ের অবস্থানে—তিনি আছেন ৪৮তম স্থানে। এক ধাপ পিছিয়ে অধিনায়ক লিটন কুমার দাস পৌঁছেছেন ৪২তম স্থানে। আট ধাপ পিছিয়ে পারভেজ হাসান ইমনের অবস্থান এখন ৭৫ নম্বরে।

চার ধাপ পিছিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তবুও বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই শীর্ষে। দুই ধাপ পিছিয়ে ২০তম স্থানে আছেন শেখ মেহেদী। কোনো পরিবর্তন হয়নি রিশাদের, তিনি আছেন ২৪তম স্থানে। পাঁচ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমে গেছেন তাসকিন আহমেদ।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট