Connect with us
ফুটবল

বায়ার্নের সামনে আবারও আত্মসমর্পণ করলো চেলসি

হ্যারি কেইন। ছবি- সংগৃহীত

এক সময়ের বায়ার্ন মিউনিখকে ফাইনালে হারিয়ে শিরোপা জয়ী চেলসি যেন এখন বায়ার্নের সামনে দাঁড়াতেই পারে না। ২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় পেনাল্টিতে বায়ার্নের বিপক্ষে শিরোপা জিতে ইতিহাস রচনা করেছিল। এর পর থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না বায়ার্নের বিপক্ষে।

আজ সকালে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামে চেলসি। যে দলকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ নিয়েছিল চেলসি, এখন সেই দলের সঙ্গে ম্যাচ জয় যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যারি কেইনের জোড়া গোলে আবারও পরাজয় স্বীকার করলো লন্ডনের এই ক্লাবটি।

ম্যাচের ২০ মিনিটে চেলসির সেন্টার ব্যাক ট্রেভোহ চালোবাহর ভুলে নিজেদের জালেই বল জড়ানো ছিল বায়ার্নদের কাছে উপহার স্বরূপ। কিছুক্ষণ পর নিজেদের বক্সে কাইসেদোর ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কেইনের পেনাল্টি শটে দ্বিগুণ হয় ম্যাচের ব্যবধান। তবে কোল পালমারের করা গোল ম্যাচে ফিরিয়ে আনার আশা দেখায় চেলসিকে। কিন্তু সে সুযোগ দেয়নি বাভারিয়ানরা। বারবার আক্রমণে যেতে থাকে বায়ার্ন এবং সুযোগও পান কেইন। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করার মাধ্যমে নতুন একটি রেকর্ড নিজের করে নেন এই তারকা ফুটবলার।



ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে দুই দলের হয়ে ২০টিরও বেশি গোল করলেন কেইন।

শেষ দিকে পালমার আশা জাগালেও অফসাইডে বাতিল হয় গোলটি। ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

পিএসজির দুর্দান্ত জয়

অপরদিকে ইউরোপের মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দুর্দান্ত জয়ের মাধ্যমে সফর শুরু করলো পিএসজি।
‎পুরোটা ম্যাচজুড়ে যেন আতালান্তার উপর আধিপত্য বিস্তার করে ম্যাচ শেষ করলো পিএসজি। এতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন দলটি।

‎গতরাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে আতালান্তার বিপক্ষে খেলতে নামে গত আসরে চ্যাম্পিয়ন হওয়া দল পিএসজি। ৪-০ গোলে বড় ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন অধিনায়ক মার্কিনিয়স। ম্যাচের ৩ মিনিটেই আতালান্তার জালে বল জড়ান অধিনায়ক। প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যায় কাভারাস্কেইয়া। ২-০ গোলে প্রথমার্ধ খেলা শেষ করেন প্যারিসিয়ানরা।

‎এর পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও দুটি গোল করেন নুনো মেন্দেস ও গন্সালো রামোস। পুরো ম্যাচজু্রে আধিপত্য চলে স্বাগতিকদের, ম্যাচে পাত্তাই পায়নি আতালান্তা।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল