Connect with us
ক্রিকেট

‘বাংলাদেশের সমর্থকেরা অপেক্ষা করছে, আমরা আফগানিস্তানকে হারাতে চাই’

“Bangladesh fans are waiting, we also want to beat Afghanistan”
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যেতে চায় লঙ্কানরা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের পরবর্তী সূচিতে বাংলাদেশের খেলা নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশ সুপার ফোরে খেলবে কিনা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বি-গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ইতোমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে বাংলাদেশ। বি-গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে টাইগাররা। লিটনদের নেট রানরেট -০.২৭০।

সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে নেট রানরেটের মারপ্যাচে বাদ পড়ার শঙ্কায় টাইগাররা। শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলেরই নেট রান রেট অনেক ভালো এবং বাংলাদেশের চেয়ে অনেক বেশি। শ্রীলঙ্কা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, তাদের নেট রানরেট +১.৫৪৬। আর আফগানিস্তান দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে, তাদের নেট রানরেট +২.১৫০।



বাংলাদেশের সুপার ফোরে খেলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়। এই ম্যাচটিতে আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোর নিশ্চিত হবে টাইগারদের। সেক্ষেত্রে নেট রানরেটের কোনো মারপ্যাচ থাকবে না।

তবে শ্রীলঙ্কা যদি হেরে যায়, তাহলে ৭০ রান কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে অথবা ৫৩ বল বাকি থাকতে হারতে হবে। তাহলে সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থেকে সুপার ফোরে যাবে আফগানিস্তান ও বাংলাদেশ। তবে আফগানিস্তানের পক্ষে শ্রীলঙ্কাকে এত বড় ব্যবধানে হারানো মোটেও সহজ হবে না। তাই মনে-প্রানে শ্রীলঙ্কার জয়ই চাচ্ছেন বাংলাদেশের সমর্থকেরা।

এদিকে বিষয়টি মাথায় আছে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শানাকারও। তিনিও জানেন বাংলাদেশের সমর্থকেরা শ্রীলঙ্কার জয়ের জন্য অপেক্ষা করছেন। একইসঙ্গে তারাও বদ্ধপরিকর আফগানদের হারাতে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আমাদের জন্য প্রতিটি খেলাই বড়। আমরা যখন মাঠে নামি, প্রতিটি দিনই আমাদের জন্য একটি বড় দিন। বাংলাদেশের ভক্তরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে, আমরাও আফগানিস্তানকে হারাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তান খুব ভালো একটি দল। তাদের খেলোয়াড়েরা খুব উচ্চ মানের। তাই, এটা আমাদের জন্য ভালো যে আমরা যদি আফগানিস্তানকে হারাতে পারি তাহলে এগিয়ে যেতে পারবো।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট