
এশিয়া কাপের এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে আফগানিস্তান। দুই দলের পরবর্তী রাউন্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ এ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডের পথ সহজ হলেও লঙ্কা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই পরের পর্বে খেলতে পারবে আফগানরা। আর শ্রীলঙ্কার কাছে হেরে গেলে বাংলাদেশের হাতে চাবি দিয়ে বাড়ির পথে রওনা হবে টিম আফগানিস্তান।
বাংলাদেশের কাছে হারায় দল এমন কঠিন সমীকরণ এর মুখোমুখি। আর এ পরিস্থিতির জন্য সব দায় নিজের কাধে তুলে নিয়েছেন আফগানিস্তান দলের অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান নিজের আউটকেই হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আমার আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। তখনও ১৫ বলে ৩০ রান করা সম্ভব ছিল কিন্তু আমরা চাপ নিয়ে ফেলি এবং সঠিক শট খেলতে পারিনি।
রশিদ আরও বলেন, আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত কাজ করেছে। প্রথম ১০ ওভারে ৯০ রান হওয়ার পরও বাংলাদেশকে ১৬০-এর নিচে আটকে রাখতে পেরেছি। তবে কিছু অনাবশ্যক শট খেলার কারণেই আমরা ম্যাচটা হারি।
এদিকে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ঝোড়ো অর্ধশতক হাঁকান, সাইফ হাসান করেন ৩০ এবং তাওহিদ হৃদয় যোগ করেন ২৬ রান। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমদ দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ১৪৬ রানে। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। রশিদ খান ১১ বলে ২০ রান করলেও মুস্তাফিজ ও তাসকিনের সামনে টিকতে পারেননি। শেষদিকে নূর আহমদ (৯ বলে ১৪) লড়াই করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি।
সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এসএ
