
ব্যাপক আলোচনার পর জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় জাকের আলীর। অভিষেকের পর বেশ আশার আলো দেখালেও বর্তমানে যেন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন জাকের। হার্ড হিটার হিসেবে জাতীয় দলে এলেও আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই ক্রিয়া নৈপুণ্য দেখাতে ব্যর্থ তিনি।
আবুধাবিতে গতকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে ৮ রানের জয় পেলেও সুপার ফোর এখনও নিশ্চিত হয়নি টাইগারদের। ম্যাচে আগে ব্যাট করে পাওয়ার প্লে তে বেশ আশা জাগালেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে জাকের করেন ১৩ বলে অপরাজিত ১২ রান। ইনিংসের ডেথ ওভারে ব্যাট করতে নেমে ব্যাটে বলে সংযোগ করাতেই পারছিলেন না জাকের, ১৩ বলে মাত্র একটি বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়েছেন।
ম্যাচ শেষে ক্রিকেটে বিষয়ক এক বিশ্লেষণে জাকের আলীর ব্যাটিং পারফরমেন্স নিয়ে সমালোচনা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক। তিনি বলেন, জাকের ব্যাটে বলে সংযোগ করাতে পারছে না ঠিক আছে। কিন্তু আপনি পরপর তিন ওভারে বল মিস করবেন, এটা তো রীতিমতো অপরাধ। স্লোয়ার বল কিংবা কিছুটা সামনের বলও আপনি মিস করছেন। ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন ঠিক আছে, কিন্তু একজন ব্যাটার হিসেবে আগে ব্যাটে বলে সংযোগ করানোটা জরুরি।
টি-টোয়েন্টিতে স্লো উইকেটে পেশাদার দলগুলো দৌড়ে রান নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে। অন্যদিকে, শুধু টি-টোয়েন্টি নয় বরং সব ফরম্যাটে দৌড়ে রান নেওয়ার প্রতি অনীহা লক্ষ্য করা যায় বাংলাদেশি ব্যাটারদের। জাকেরের মাঝেও এই অনীহা লক্ষ্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মিসবাহ।
তিনি বলেন, এক রান তো আপনি যেকোনো জায়গায় খেললে নিতে পারবেন, একটু বড় জায়গা দেখে খেললে দুই রানও নেওয়া যায়। কিন্তু পুরোপুরি পরাস্ত হলে তো আর কোন রান আনা সম্ভব নয়।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি
