
এবারের এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ। তবে ম্যাচ জিতেও নিশ্চিত হয়নি টাইগারদের সুপার ফোর। লাল-সবুজের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে তানজিম হাসানের ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্তিত্ব রক্ষার ম্যাচে ৮ রানের জয় তুলে নেয় লিটন দাসের দল। কিন্তু জয় পেলেও সুপার ফোরে যাওয়া এখনো অনিশ্চিত। আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াই নির্ধারণ করবে বাংলাদেশ যাবে কি না পরের রাউন্ডে।
গ্রুপ ‘বি’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট, নেট রানরেট +১.৫৪৬। তিন ম্যাচে দুই জয় ও +০.২৭০ নেট রানরেটে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান দুই ম্যাচে একটি জিতে +২.১৫০ নেট রানরেটে আছে ২ পয়েন্টে।
এখন বাংলাদেশের সুপার ফোর নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। শ্রীলঙ্কা জিতলে দ্বিতীয় অবস্থানে থেকে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান যদি আগে ব্যাট করে ৬৫ বা তার বেশি রানে জেতে, অথবা রান তাড়া করতে নেমে ৫০ বল বাকি থাকতেই জয় তুলে নেয়, তাহলে নেট রানরেটে বাংলাদেশকে ছাড়িয়ে সুপার ফোরে উঠবে আফগানরা।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি
