
জয় দিয়ে আসর শুরু, এরপর হার, আজ আবার ঘুরে দাঁড়ানো জয়। গ্রুপপর্বের তিন ম্যাচে ২টি জয়ে চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৮ রানে জয় পেয়েছে লিটন দাসরা।
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তানজিদ তামিমের ফিফটি ও সাইফ-তাওহীদের ব্যাটে ভর করে ১৫৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে মুস্তাফিজ-নাসুম-রিশাদের বোলিংয়ে ইনিংসের একদম শেষ বলে ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে একাদে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমনের জায়গায় ডাক পেয়ে ৩০ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬৩ রানের ওপেনিং জুটি গড়তে ভূমিকা রেখেছেন সাইফ হাসান।
মাহেদী হাসানের জায়গায় একাদশে সুযোগ পেয়ে ভেলকি দেখিয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তাছাড়া তার বলে ছিল একটা রান আউটও। ম্যাচ জেতানোর পর ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন নাসুম।

আজ ৬৩ রানের ওপেনিং জুটি গড়েন সাইফ হাসান ও তানজিদ হাসান। ছবি- ক্রিকইনফো
তানজিম সাকিব ও শরিফুল ইসলাম এই দুই পেসারকে বসিয়ে তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানকে খেলায় ম্যানেজম্যান্ট। এক পেসার কম নিয়ে একটি ব্যাটার বেশি রাখা হয় একাদশে। তার কার্যকরীতাও মিলেছে হাতেনাতে। দেশের বাইরে প্রথম বারের মতো আফগানদের বিরুদ্ধে জয় পেল টাইগাররা।
এদিন আবুধাবিতে ঝড়ো ইনিংস খেলেছেন ওপেনার তানজিদ তামিম। ২৮ বলে ফিফটি ছোয়া ইনিংস খেলে থেমেছেন ৫২ রানে। ২৮ বলে ৩০ রান করেছেন সাইফ। লিটন ১১ বলে ৯ রানের ব্যর্থ ইনিংস খেলে ফিরলেও তাওহীদ হৃদয় ২০ বলে ২৬ রান করে দলকে এগিয়ে নেন।
পরে শামীম ১১ বলে ১১, জাকের ১৩ বলে ১২ এবং সোহান ৬ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে দেড়শ পার করান। আফগানদের হয়ে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে এবং ওমরজাই একটি উইকেট পান।
আইসিসির পূর্ণ সদস্য এমন টিমের বিরুদ্ধে কখনোই দেড়শর বেশি রানের লক্ষ্যে জিততে পারেনি আফগানরা। আজ জিততে হলে ইতিহাস গড়তে হতো। কিন্তু নাসুম-রিশাদ-মুস্তাফিজ-তাসকিনদের সামনে সেই লক্ষ্য পার করা সম্ভব হয়নি।
যদিও রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ২৫, আজমতুল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ এবং রশিদ খান ১১ বলে ২০ রান করে দলকে বেশ টেনে নিচ্ছিলেন। কিন্তু বড় কোনো জুটি বাধতে না পারায় লক্ষ্য পেরোনো সম্ভব হয়নি।
শেষ দুই ওভারে আফগানদের দরকার ছিল ২৭ রান। হাতে তিন উইকেট। ১৯তম ওভারের প্রথম বলে মুস্তাফিজকে চার মারলে খেলায় উত্তেজনায় আসে। কিন্তু এরপর টানা দুটি উইকেট তুলে নেন ফিজ। খেলা চলে আসে বাংলাদেশের দিকে। শেষ ওভারে ২২ রান দরকার ছিল। ৫ বলে ১৪ রান দেওয়া তাসকিন শেষ বলে শেষ উইকেট তুলে নেন।
তিন ম্যাচ শেষে গ্রুপ বি থেকে দুটি জয় ও একটি হারে বাংলাদেশের পয়েন্ট চার। হংকং একটিও জয় না পাওয়ায় তাদের বিদায় নিশ্চিত হয়েছে। এই গ্রুপের বাকি একটি ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে। আর আফগানরা জিতলে সমীকরণের হিসাব নিয়ে বসতে হবে।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এজে
