
ক্রিকেটের প্রেস্টিজিয়াস ফরমেট টেস্টে দলগতভাবে খুব একটা শক্তিশালী অবস্থানে কখনোই ছিল না বাংলাদেশ। তবে টাইগারদের অসংখ্য ভালো স্মৃতি জমা রয়েছে লাল বলের এই ক্রিকেটে। এবার এই সংস্করণে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
একটি টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ খেলার লক্ষ্যে নভেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ড ক্রিকেট দলের। তবে শেষ পর্যন্ত সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় লাল বলের ম্যাচে পূরণ হয়ে যেতে পারে মুশফিকুর রহিমের শততম টেস্ট।
আগামী ১১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার দুই টেস্টের সিরিজ। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পরবর্তী ১৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চাইলেও শেষ পর্যন্ত দুটি টেস্টই সম্মত হয়েছে আইরিশরা।
আগে থেকেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলুড়ে ক্রিকেটার ছিলেন মুশফিক। এখন পর্যন্ত তিনি খেলেছেন দেশের হয়ে ৯৮টি টেস্ট। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। তাই টাইগার ক্রিকেটারদের মধ্যে একমাত্র শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে টেস্টে অভিষেক হয়েছিল তার।
ম্যাচের পাশাপাশি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও রয়েছে মুশফিকের নামের পাশে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি করেছেন ৬৩২৮ রান। এছাড়া এক ইনিংসে তার অপরাজিত ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক। যেখানে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল ১৫৪ টি টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে টাইগাররা জয়ের দেখা পেয়েছে ২৩ টেস্টে। এছাড়া ১৯ ম্যাচে ড্রয়ের পাশাপাশি বাংলাদেশ পরাজিত হয়েছে ১১২ টিতে।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস
