
ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরটা প্রত্যাশা অনুযায়ী হলো না। টুর্নামেন্টের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আসরের প্রথম দুই দিনে চারটি ম্যাচেই বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে চার ম্যাচের মধ্যে তিনটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি ম্যাচ মাঠে গড়ালেও খেলা হয়েছিল মাত্র ৫ ওভারে। বাকি ম্যাচগুলোতে কোনো বলই মাঠে গড়ায়নি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে ৬০ রান তুলেছিল। জবাবে খেলতে নেমে ৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা মেট্রো।
এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর বিভাগের। তবে এই ম্যাচটিতে কোন বলই মাঠে গড়ায়নি।
আজ (সোমবার) ছিল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা। সকালে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ও বরিশালের। তবে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এরপর খুলনা ও চট্টগ্রামের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
এনসিএল টি-টোয়েন্টিতে আগামীকালও দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে খুলনা। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হবে ঢাকা।
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৫/বিটি
