
এশিয়া কাপে ভারতের কাছে পাত্তাই পেলনা পাকিস্তান। প্রথম ইনিংসে বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও আধিপত্য ছিল ভারতের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্সের সুবাদে সহজ জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল।
রোববার (১৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ভারতের পক্ষে অপরাজিত ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান ভারতীয় দলপতি। ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। মারকুটে এই ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। সমান ৩১ রান করেন তিলাক ভর্মা। ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।
এ ছাড়া শিবম দুবে ও শুবমান গিল সমান ১০ রান করে অবদান রাখেন। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
এর আগে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দিনে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন ওপেনার সাহিবজাদা ফারহান। ৪৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শাহীন আফ্রিদির ব্যাট থেকে। ১৬ বলে ৪ ছক্কার মারে ৩৩ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এর বাইরে ফখর জামান ১৫ বলে ১৭, ফাহিম আশরাফ ১৪ বলে ১১ এবং সুফিয়ান মুকিম ৬ বলে ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অধিনায়ক সালমান আলী আগা ১২ বল খেলে মাত্র ৩ রান করেন। আগের ম্যাচে ফিফটি হাকানো মোহাম্মদ হারিস আজ ৫ বলে ৩ রান করেই ফিরে যান। এ ছাড়া গোল্ডেন ডাক মারেন সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজ।
ভারতের পক্ষে আজও বল হাতে দুর্দান্ত করেন কুলদীপ যাদব। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল। এ ছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান: ১২৭/৯ (২০ ওভার)
ভারত: ১৩১/৩ (১৫.৫ ওভার)
ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি
