Connect with us
ক্রিকেট

শাহীনের কল্যাণে একশ ছাড়িয়ে থামল পাকিস্তান

With Shaheen’s effort, Pakistan managed to cross 100
ভারত বনাম পাকিস্তান। ছবি- পিসিবি

এশিয়া কাপে আজ (রোববার) মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে ম্যাচের প্রথম ইনিংসটা সেভাবে জমে ওঠেনি। প্রথম ইনিংসে পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে ভারতীয় বোলাররা। তাতে কোনোমতে শতরান পেরিয়ে থেমেছে পাকিস্তানের ইনিংস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে পাকিস্তান। শেষদিকে শাহীন আফ্রিদির ঝোড়ো ক্যামিওর কল্যাণই এই পুঁজি গড়তে সক্ষম হয় তারা। শাহীন ১৬ বলে ৪ ছক্কার মারে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দিনে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার সাহিবজাদা ফারহান। তবে তার স্ট্রাইকরেট মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না। ৪৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।



তবে আরেক ওপেনার সাইম আইয়ুব আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তিনি। এর আগে প্রথম ম্যাচে ওমানের বিপক্ষেও গোল্ডেন ডাক মেরেছিলেন এই তরুণ ব্যাটার। পাকিস্তান ইনিংসে মোহাম্মদ নাওয়াজও গোল্ডেন ডাক মেরে ফিরেন।

এর বাইরে ফখর জামান ১৫ বলে ১৭, ফাহিম আশরাফ ১৪ বলে ১১ এবং সুফিয়ান মুকিম ৬ বলে ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অধিনায়ক সালমান আলী আগা ১২ বল খেলে মাত্র ৩ রান করেন। এ ছাড়া আগের ম্যাচে ফিফটি হাকানো মোহাম্মদ হারিস আজ ৫ বলে ৩ রান করেই ফিরে যান।

ভারতের পক্ষে আজও বল হাতে দুর্দান্ত করেন কুলদীপ যাদব। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল। এ ছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট