
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে আগে ব্যাট করে আফগানদের চাপে ফেলার পরামর্শ দিলেন সাবেক লঙ্কান অলরাউন্ডার ফারভিজ মাহারুফ।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে মাহারুফ বলেছেন, ‘বাংলাদেশ আগে ব্যাট করে ভালো স্কোর করুক, এটাই দেখতে চাইবো। কোনো চাপ না নিয়ে কেবল ম্যাচ উপভোগ করে খেলুক। কিন্তু তারা পছন্দ করে চেইজ করতে। তারা চেইজ করে জিততে অভ্যস্ত। আবার আফগানিস্তান আগে ব্যাট করতে পছন্দ করে সবসময়। এটা খুবই ইন্টারেস্টিং হবে।’
টসের পর ম্যাচের কৌশল নির্ধারণে দুই দলের মাঝে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে মনে করছেন মাহারুফ। তবে তিনি ব্যক্তিগতভাবে চান বাংলাদেশ আগে ব্যাট করে ম্যাচ জমিয়ে তুলুক। লঙ্কা ম্যাচের মতো ব্যর্থতা দেখতে না চাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘যাইহোক, বাংলাদেশকে একটা দারুণ সূচনা করতে হবে। দুই ওভার, দুই মেডেন ও দুই উইকেট আর দেখতে চাই না টি-টোয়েন্টি ক্রিকেটে।’
তবে তানজিদ তামিম ও পারভেজ ইমনের প্রতি নিজের পূর্ণ আস্থা রাখছেন এই সাবেক লঙ্কান ক্রিকেটার, ‘আমি সত্যি চাই, বাংলাদেশ আগে ব্যাট করুক। তানজিদ ও ইমন তাদের সহজাত ব্যাটিং করুক। তারা দুইজন যেকোনো বোলিং আক্রমণের জন্যই মারাত্মক হুমকি হয়ে উঠতে পারেন। তাই আগে ব্যাট করলে অবশ্যই তাদের এভাবে সাহসী ক্রিকেট খেলা উচিত।’
তবে আফগান বোলিং আক্রমণ সহজ হবে না, এমনটাই মনে করিয়ে দিলেন মাহারুফ, ‘এই আফগানিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাট করা সহজ না। তবে আবুধাবিতে স্পিনারদের বল বেশ স্কিডও করে। এটা ঘটলে বাংলাদেশের টপ অর্ডার সুবিধা পাবে। তারা সরাসরি ব্যাটে আসা বল খেলতে পছন্দ করে। তবে ফারুকি ও ওমরজাই বল সুইং করাতে পারে৷’
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচ জয়ের পাশাপাশি টাইগারদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী আফগান-লঙ্কান ম্যাচের দিকে। উল্লেখ্য, এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস
