Connect with us
ফুটবল

মেসির মাঠে ফেরা নিয়ে সুখবর দিলেন মাশচেরানো

Mascherano shares good news about Messi’s return to the field.
আগামীকাল মাঠে ফিরছেন মেসি। ছবি- সংগৃহীত

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেন লিওনেল মেসি। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেননি তিনি। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন এই ফরোয়ার্ড। 

মূলত গত আগস্টেই কিছুদিন ইনজুরিতে ছিলেন মেসি৷ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে সম্পূর্ণ ফিট ছিলেন না তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাঠে বেশ সংগ্রাম করতে দেখা গেছে তাকে। তাই শেষ ম্যাচের আগে বিশ্রাম চেয়ে নেন এই ফরোয়ার্ড।

মেসির নজর ছিল ক্লাব ফুটবলে। আন্তর্জাতিক বিরতির পর পুরোপুরি ফিট হয়ে ইন্টার মায়ামির জার্সিতে ফিরতে চেয়েছিলেন তিনি। এ কারণেই বাড়তি চাপ নেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। মায়ামির পরবর্তী ম্যাচের আগে এবার তাকে নিয়ে সুখবর দিয়েছেন ক্লাবটির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো।



আন্তর্জাতিক বিরতির পর এমএলএসে শারলট এফসির বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারবেন মেসি। এ প্রসঙ্গে কোচ মাশচেরানো বলেন, ‘মেসি এখন পুরোপুরি ফিট আছেন। তিনি পুরো সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন। আগামী ম্যাচে শারলটের বিপক্ষে খেলতে শতভাগ প্রস্তুত তিনি।’

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলার পরপরই ক্লাবে যোগ দেন মেসি। সেখানে গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। জাতীয় দলের পর এবার মায়ামির জার্সিতে রাঙাতে প্রস্তুত এই ফরোয়ার্ড।

আগামীকাল ভোরে এমএলএসের ম্যাচে শারলট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। শারলটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল