
স্পেন ও বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামালের মায়ের প্রতি ভালোবাসা সবারই জানা। ফুটবলার বানাতে তার বাবা-মাকে দিতে হয়েছে অনেক ত্যাগ। এখন ১৮ বছর বয়সেই তারকা বনে যাওয়া ইয়ামাল মাকে খুশি রাখতে করছেন নানান চেষ্টা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক ইতিহাস, বেড়ে ওঠা এবং মায়ের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। ইয়ামালের বাবা মরক্কো বংশোদ্ভূত এবং মা গিনি বংশোদ্ভূত।
ইয়ামাল বলেন, “আমার মা-ই আমার কাছে রানী। আমি তাকে তার পছন্দমতো একটি বাড়ি কিনে দিয়েছি। তিনি সবকিছুর যোগ্য।”
ইয়ামালের বাবা-মায়ের পরিচয় হয়েছিল স্পেনের কাতালুনিয়ার মাতারো শহরে। তার দাদি প্রথমে মরক্কো থেকে স্পেনে পাড়ি জমান এবং পরবর্তীতে বাবাকে নিয়ে বার্সেলোনায় আসেন। অন্যদিকে মা শেইলা এবানা গিনি থেকে নিজের মায়ের সঙ্গে স্পেনে আসেন।
চরম দারিদ্র্যে বেড়ে ওঠা ইয়ামাল বলেন, মা কাজের জন্য আমাকে সময় দিতে পারতেন না, কিন্তু ঠিকই রাতের খাবার সময়মতো বানিয়ে দিতেন। আমি স্কুল থেকে এসে ট্রেনিংয়ে যেতাম, তাই মা যখন রাতে বাসায় ফিরতেন তখনই আমাদের দেখা হতো।
বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে কৈশোর কাটানো ইয়ামাল আরও বলেন, “মা একসময় আমাকে একটি প্লে স্টেশন-৪ কিনে দিয়েছিলেন, যা আমার কাছে পৃথিবীর সেরা উপহার ছিল। এখন আমার কাছে প্লে স্টেশন-৫ আছে, কিন্তু সেই পুরোনো ৪-ই এখনও আমার লিভিং রুমে থাকে।”
বর্তমান প্রজন্মের সবচেয়ে উদীয়মান ফুটবলারদের একজন ইয়ামাল। অসাধারণ দক্ষতায় দ্রুতই তারকা খ্যাতি পাওয়া এই ফরোয়ার্ড ব্যক্তিগত জীবনে নানা বিতর্কে জড়ালেও বাবা-মায়ের প্রতি ভালোবাসায় অনন্য।
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এনজি
