Connect with us
ক্রিকেট

মাইলফলক থেকে ৪ উইকেট দূরে তাসকিন

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত ‘ ’

এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট শিকার করলেই তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন পেসার তাসকিন আহমেদ। রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ১০০ উইকেট শিকার করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এই কীর্তি গড়েন মুস্তাফিজুর রহমান।

২১.৮৭ গড় এবং ৭.৫৯ ইকোনমিতে বল করা তাসকিন এখন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম আস্থাভাজন পেসার।



এশিয়া কাপে বাংলাদেশের অন্যতম ভরসার জায়গা তাসকিন। লিটন, তানজিদ, মুস্তাফিজ, তাসকিনদের হাত ধরে প্রথম এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেটের লাখো সমর্থক।

তাই দলের জয় তো বটেই, আজ তাসকিনের নজর থাকবে ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যক্তিগত মাইলফলক অর্জনের দিকে।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট