Connect with us
ক্রিকেট

আশা ছাড়ছেন না জাকের, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে যাবেন

Jaker Ali Anik
জাকের আলী অনিক। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের শুরুটা হংকংকে হারিয়ে দারুন ভাবে করবে দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধরনের হোঁচট খেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থতার প্রমাণ দিয়ে পরাজয় বরণ করেছে টাইগাররা। তবে এখনো আশা ছাড়তে নারাজ জাকের আলী অনিক। চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই খেলতে চান পরবর্তী ম্যাচ।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। পাওয়ার প্লেতে মাত্র ৩০ রান তুলতে ৩ উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনারই ফিরে যান কোনও রান না করেই। শেষ দিকে জাকের আলী ও শামিম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে লঙ্কানরা।

তবুও টুর্নামেন্টে আশা ছাড়তে নারাজ জাকের। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। এই ম্যাচও জেতার মেন্টালিটি নিয়ে এসেছিলাম। পরের ম্যাচেও আসব। এছাড়া আর উপায় নাই। আমরা তো টুর্নামেন্টে ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারলেই ড্রপ করা যাবে না। পরের ম্যাচও জেতার জন্য যাব।’



আবুধাবির উইকেট প্রসঙ্গে জাকের বলেছেন, ‘উইকেট ভালোই ছিল শুরু থেকেই। আমরা ভালো শুরু পাইনি। দল হিসেবে পাওয়ারপ্লেতে এত উইকেট হারানো যাবে না। সেখানেই ম্যাচটা ফসকে গেছে। পাওয়ারপ্লেতে ভালো করার উপায় খুঁজতে হবে আমাদের।’  

শুরুতে দ্রুত বেশ কিছু উইকেট হারানোয় ঝুঁকি নিয়ে খেলার বিষয় উল্লেখ করে তিনি বলেছেন, ‘না আমরা গুড স্টেট অব মাইন্ডেই ছিলাম। ভালো না করলে অনেক কিছুই মনে হবে। পাওয়ারপ্লেতে এত বেশি উইকেট হারালে আসলে বড় স্কোর করা খুব কঠিন হয়ে যায়। আমি পাটোয়ারী চেষ্টা করেছি যত বেশি রান করা যায়। হাতে উইকেট থাকলে হয়ত আরও বেশি ঝুঁকি নেওয়া যেত।’  

উল্লেখ্য, ‘বি’ গ্রুপের চার দলের মধ্য বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে বড় জয় পাওয়ার বিকল্প নেই বাংলাদেশে। এছাড়া তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট