
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। তবে বৈশ্বিক কিংবা আঞ্চলিক কোন টুর্নামেন্ট ব্যতীত সচরাচর তাদের আর মুখোমুখি হতে দেখা যায় না। চলমান এশিয়া কাপের আসরে ফের মাঠে দেখা যাবে প্রতিবেশী দুই দেশের মহারণ। যেখানে ভারতকে হারানোর হুংকার দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দল ওমানকে পরাজিত করেছে পাকিস্তান। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান বলেন, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তার দলের। আগামীকাল রোববার রাতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমন আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন এই পাক অধিনায়ক।
সংবাদ সম্মেলনে সালমান আঘা বলেন, ‘গত ২-৩ মাস ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। আমরা একটি ত্রিদেশীয় সিরিজ জিতেছি এবং এখানে প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছি। যদি আমরা পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বলতে পারব যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’
ভারত-পাকিস্তান ম্যাচের আগে পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। দুই দলের মুখোমুখি ১৩ টি-টোয়েন্টির ম্যাচে ১০টিতেই জয় পেয়েছে ভারত। আর সবশেষ মুখোমুখি পাঁচটি আন্তর্জাতিক ম্যাচেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতই বিজয়ী হয়েছে। তবে ওমানের বিপক্ষে জয়ের পর পাকিস্তান এবার ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায়।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। যেখানে ৪৩ বলে ৬৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেন মোহাম্মদ হারিস। তবে অধিনায়ক সালমান আঘা এই ম্যাচে ফিরে গেছেন গোল্ডেন ডাক মেরে প্রথম বলেই। এছাড়া বল হাতে প্রতিপক্ষের জোড়া উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ, সায়েম আইয়ুব ও সুফিয়ান মুকীম।
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এফএএস
