Connect with us
ফুটবল

আক্ষেপ ভুলে এবার ট্রফি জিততে চায় বাংলাদেশ

U17 Football team
বাফুফে তে সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। শিরোপার স্বপ্ন নিয়ে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলংকার উদ্দেশে যাত্রা করছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

দেড় মাসের প্রস্তুতি শেষে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে দল। সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মধ্যে জয়ের মানসিকতা রয়েছে।

গোলাম রব্বানী ছোটন বলেন, ‎আমাদের প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া।



গত বছর ভুটানে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলে এবার ট্রফি জয়ের লক্ষ্যে এগোচ্ছে দল।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেখান থেকে অনেক কিছু শিখেছি। এ বার শুধু ফাইনাল খেলতে নয়, শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।

গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশ ১৮ সেপ্টেম্বর নেপাল এবং ২১ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে। সেমিফাইনালে উঠতে হলে এই দুটি ম্যাচে ইতিবাচক ফল পেতেই হবে।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল