Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশকে এগিয়ে রাখলেন ওয়াসিম জাফর

Sri Lanka beat Bangladesh by 7 wickets
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

চলমান এশিয়া কাপে হংকংকে পরাজিত করে ভালো শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় এবং গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে টাইগাররা আজ রাতে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই ম্যাচ নিয়ে আলোচনাকালে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশকে এগিয়ে রেখেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

আজ শনিবার আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ অব ডেথ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে আজকের ম্যাচ জেতা টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই বেশ উত্তাপ ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে। ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী এক অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক প্রত্যাশার কথা শুনিয়েছেন জাফর।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এশিয়া কাপে এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। সেখানে বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। তারা এখানকার কন্ডিশন অনেকটাই বুঝে গেছে। তাদের বোলাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। ব্যাটাররাও খেলার সময় পেয়েছে। সেই হিসেবে দেখতে গেলে এখানে শ্রীলঙ্কা কিছুটা পিছিয়ে থাকবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তাদের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে। এছাড়া গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। এতে করে কি বাংলাদেশ আজকের ম্যাচের ফেভারিট কিনা, এমন প্রশ্নের জবাবে জাফর বলেন, ‘হ্যা, কিছুটা তো বাংলাদেশ ফেভারিট হিসেবে থাকবে। আর তাদের (বাংলাদেশ) এই কন্ডিশনে খেলার জন্য তুলনামূলক ভালো প্রস্তুতি রয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট