Connect with us
ক্রিকেট

হারিসের ফিফটির পর বোলারদের ঝলক, বড় জয় পাকিস্তানের

After Haris’s fifty and the bowlers’ brilliance, Pakistan seal a big win.
৯৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। ছবি- পিসিবি

ওমানকে হারিয়ে ২০২৫ এশিয়া কাপে দুর্দান্ত শুরু পাকিস্তানের। শুরুতে ব্যাট হাতে মোহাম্মদ হারিসের ফিফটির পর, বল হাতে ঝলক দেখান সাইম আইয়ুবরা। তাতে ৯৩ রানের বিশাল জয় পায় সালমান আলী আগার দল। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ-গ্রুপের ম্যাচে ওমানের মুখোমুখি হয় পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানেই গুটিয়ে যায় ওমান।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারিস। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ইনিসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ২৯ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। এ ছাড়া ফখর জামান ১৬ বলে ২৩ এবং মোহাম্মদ নাওয়াজ ১০ বলে ১৯ রান করেন।



ওমানের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আমীর কালিম। সমান ৩টি উইকেট নেন ফয়সাল শাহ। তিনি ৪ ওভারে খরচ করেন ৩৪ রান। এ ছাড়া একটি উইকেট নেন মোহাম্মদ নাদিম।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওমান। তিন ব্যাটার ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেন হাম্মাদ মির্জা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আমীর কালিম। এ ছাড়া শাকিল আহমেদ করেন ১০ রান।

পাকিস্তানের পক্ষে ২টি উইকেট শিকার করেন সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। এ ছাড়া একটি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর : 

পাকিস্তান : ১৬০/৭ (২০ ওভার)

ওমান : ৬৭/১০ (১৬.৪ ওভার)

ফলাফল : ৯৩ রানে জয়ী পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট