
বাংলাদেশি আম্পায়ারদের দক্ষতা ও প্রশিক্ষণ মান উন্নত করার জন্য দুই বছরের চুক্তিতে ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবেন।
বিসিবির সঙ্গে চুক্তির আওতায় টাফেল স্থানীয় আম্পায়ারদের প্রশিক্ষণ কার্যক্রমে সরাসরি অংশ নেবেন। ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতেও তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
১৯৯৯ সালে আম্পায়ারিং শুরু করা টাফেল ২০০০ সালে প্রথম টেস্টে দায়িত্ব পালন করেন। অ্যাশেজসহ আইসিসির বড় ইভেন্টে তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। ক্যারিয়ারে তিনি ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশীয় আম্পায়ারদের মানোন্নয়নে বিসিবি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করলেও তা এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। এবার টাফেলকে আনার মাধ্যমে বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিসিবি আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশীয় আম্পায়াররা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে পারবে।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এনজি
