
২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে লাতিন আমেরিকার ৬ দল। আরেকটি দল সুযোগ পাবে প্লে-অফ খেলে। তবে সেই সুযোগ থেকে ছিটকে গেছে ভেনেজুয়েলা ও পেরু। বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়ায় দুই দলের কোচকে বরখাস্ত করা হয়েছে।
লাতিন আমেরিকা থেকে এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া একমাত্র দল ভেনেজুয়েলা। এবার বেশ আশার সঞ্চার করলেও ‘ডু অর ডাই’ ম্যাচে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় দলটির। বাছাইপর্বে ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলার অবস্থান অষ্টম। প্লে-অফ খেলতে হলে থাকতে হতো শীর্ষ সাতের মধ্যে।
কেবল ম্যাচ হারের কারণে নয়, বরং ব্রাজিলের বলিভিয়ার কাছে ১-০ গোলের পরাজয়ও ভেনেজুয়েলার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দেয়। দলকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ৫৫ বছর বয়সী কোচ ফার্নান্দো বাতিস্তা। ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “এই চক্রে (বাছাইপর্বে) উদ্দেশ্য পূরণ ও কাঙ্ক্ষিত ফল না মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে।”
অন্যদিকে, সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে খেলা পেরু বাছাইপর্ব শেষ করেছে টেবিলের নবম স্থানে থেকে। ১৮ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট অর্জন করে তাদের নিচে রয়েছে কেবল চিলি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ ওস্কার ইভানেজ। তার অধীনে ৬ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে দলটি।
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সরাসরি খেলার সুযোগ পাওয়া ৬ দল হলো—আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্লে-অফ খেলে শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার দৌড়ে রয়েছে সপ্তম স্থানে থাকা বলিভিয়া।
বাছাইপর্ব শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে রয়েছে ইকুয়েডর (২৯ পয়েন্ট), উরুগুয়ে (২৮), কলম্বিয়া (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। চার দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে অবস্থান নির্ধারণ হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এনজি
