Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ৩০০ পেরোলো ইংল্যান্ড, সল্ট তুললেন দ্রুততম সেঞ্চুরি

Phil Salt against South Africa
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ফিল সল্ট। ছবি- ক্রিকইনফো

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে গতকাল রাতে দেখা মিলেছে অসংখ্য রেকর্ডের ছড়াছড়ি। ঠিকভাবে খেয়াল না করলে অনেকে মনে করতেই পারেন, এটা যেন ছিল মোবাইলে খেলা ক্রিকেট গেম। যেখানে বলে বলে ছক্কা চারে রান বন্যায় ভাসানো হচ্ছিল স্কোরবোর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ইনিংসে কখনো ৩০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। এমনকি টেস্ট খেলুড়ে দলের মধ্যে মাত্র দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়ল ইংলিশরা। ২০ ওভারের খেলায় গতকাল আগে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। যেখানে শেষ পর্যন্ত ১৪৬ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

টেস্ট খেলুড়ে দলের মধ্যে এর আগে কেবল জিম্বাবুয়ে করতে পেরেছিল ৩০০ রানের সংগ্রহ। গেল বছর অবশ্য গাম্বিয়ার বিপক্ষে তারা করেছিল এই কীর্তি। সেখানে প্রতিপক্ষ হিসেবে অবশ্য ছিল না কোনও আইসিসির পূর্ণ সদস্য দল। আর সব মিলিয়ে হিসেব করলে ইংল্যান্ডের গতকালের ইনিংস ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।



তবে দুই টেস্ট খেলুড়ে দলের খেলায় গতকাল ইংল্যান্ডের ৩০৪ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। এদিন অসংখ্য রেকর্ড দেখা গেছে এই ম্যাচে। ঝড়ো সেঞ্চুরি দেখা গেছে ফিল সল্টের ব্যাট থেকে। করেছেন মাত্র ৬০ বলে ১৪১ রান। যেখানে তিনি মাত্র ৩৯ বলে শতক হাঁকিয়ে গড়েছেন ইংলিশ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই ইনিংস সল্ট সাজিয়েছেন ১৫ চার ও ৮ ছক্কায়। যেখানে তিনি ভেঙেছেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড।

এছাড়া জজ বাটলারের ব্যাট থেকে আসে ৩০ বলে ৮৩ রানের ঝলমলে এক ইনিংস। জাকোব ব্যাথেল করেন ১৪ বলে ২৬ রান। শেষ দিকে সল্টের সঙ্গে হ্যারি ব্রুক খেলেছেন ২১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস। সকল ইংলিশ ক্রিকেটারের এমন আগ্রাসী ব্যাটিংয়ে অসাধারণ জয় তুলে নেয় ইংল্যান্ড। ফলে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের প্রতিশোধ নিল স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট